Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
পুরাতন বিমান বন্দর
বিস্তারিত

বৃটিশ আমলে স্থাপনকৃত এই বিমান বন্দরটি ধর্মপুর ইউনিয়ন অবস্থিত । ১৯৪৭ সালে জাপান ও বৃটিশ যুদ্ধের সময়ে তৎকালিন বৃটিশ সরকার এই বিমান বন্দরটি তৈরা করেন  এবং তৎকালীন বৃটিশ সরকার এই বিমান বন্দর টি যুদ্ধকালীন সময়ে ব্যবহার করেছিল। বর্তমানে এটি অব্যবহৃত। এটি প্রায় ২৭১ একর ভূমি উপর নির্মিত হয়েছিল ।বর্তমানে প্রায় ১০০ একর ভূমিতে ফেনী গার্লস ক্যাড্টে কলেজ স্থাপন হয়েছে। আর বাকী অংশটি মিলিটারী এস্টেট আওতায় রয়েছে আর বিমান বন্দর  ইতিহাসের  স্বাক্ষী হয়ে পড়ে রয়েছে।