Title
মটুয়া পঞ্চায়েত বাড়ী জামে মসজিদ
Address
গ্রামঃ মটুয়া পঞ্চায়েত বাড়ী, ডাকঘরঃ জোয়ার কাছাড়,ইউনিয়ন ধর্মপুর,ফেনী সদর,ফেনী
History
<p>মটুয়া পঞ্চায়েত বাড়ী জামে মসজিদ টি ১৯৭৮ সালে পঞ্চায়েত বাড়ীর সম্ভ্রান্ত মুসলিম ভায়েরা তাদের নিজস্ব অর্থায়নে এই জামে মসজিদ নির্মান করেন। পঞ্চায়েতের লোকজন ছিল একটু শিক্ষিত এবং তৎকালীন সময়ে তাহারা এলাকার লোকজনের বিচার আচার করত সে হিসেবে তারা সমাজ ও ছিল অন্যদের চেয়ে একটু আলাদা যেহেতু এই মসজিদ টি তাহার নিজের অর্থায়নে করেছিল তাই তার নামকরণ করেন পঞ্চায়েত বাড়ী জামে মসজিদ।তবে অন্য এলাকার সবাই এসে এই মসজিদ এ পঞ্চায়েত বাড়ীর লোকদের একত্রে নামাজ আদায় করেন। তবে অন্যদের চেয়ে পঞ্চায়েত বাড়ীর লোকজন এই মসজিদের প্রতি একটু যত্ন বেশী করেন।</p>