History
<p>মধ্যম কাছাড় জামে মসজিদ,মসজিদ টি অত্র এলাকাসহ এবং বাজার ব্যবসায়ী লোকজনের জন্য খুবই গুরুত্বপূর্ন একটি এবাদতের স্থান। এটি ১৯৭৪ সালে অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা নির্মান করেন। এটি অনেক বড় মসজিদ দৈনিক একসাথে অনেক মুসল্লী এক সাথে নামাজ পড়তে পারে । অত্র এলাকার মানুষ এটির প্রতি যত্নশীল। বাইরের দিক দেখতে যত সুন্দর ভিতরে মসজিদ টি দেখতে আর মনোরম ও সৌন্দর্য্য।</p>