Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবা ও ফিস

সেবা ও ফিসঃ

১। মুসলিম বিবাহ নিবন্ধন করা হয়।

২। মুসলিম তালাক নিবন্ধন (B.C ও D তালাক)

৩। বিবাহ ও তালাক সংক্রান্ত বিষয়ে ইসলামী শরীয়া ও আইনী সমস্যার সঠিক মতামত প্রদান করা হয়।

 

ফিসঃ

 

* বিবাহ নিবন্ধন বিগত ১০/০৪/২০১১ইং সরকারী (সংশোধিত) গেজেট অনুযায়ী প্রতি বিবাহে প্রতি হাজারে ১২.৫০টাকা হারে সর্বোচ্চ চার লক্ষ টাকা দেন মোহরের জন্য ৫০ ফি আদায় করতে পারবেন। তৎপরবর্তী প্রতি এক লক্ষ টাকা বা তার অংশ বিশেষের ১০০/ হারে ফি নিতে পারবেন।

 

** তালাক নিবন্ধনঃ B C D প্রত্যেক প্রকার তালাকের ক্ষেত্রে ৫০০ টাকা ফি নিতে পারবেন।

*** নকল কপি সরবরাহ করার সময় ৫০ টাকা ফি নিতে পারবেন।