একটি বাড়ি একটি খামার প্রকল্প ধর্মপুর ইউনিয়নে ডিসেম্বর,২০১৩ ইং কমিটি গঠন ও সমিতি সদন্য বাছায়ের কাজ চলছে। একটি বাড়ী একটি খামার প্রকল্প টি মূলত গ্রামীন হতদরিদ্র জনগোষ্ঠীকে তার যে সম্পত্তি বর্তমানে আছে তার সাথে সরকার আর্থিক ও পরামর্শ দিয়ে সহযোগিতা করে প্রতি টি পরিবার কে স্বচ্ছল করে তোলাই মূল লক্ষ্য। এই সমিতির সদস্য সংখ্যা মোট ৬০ জন। এই সংখ্যার অধিক করা যাবে না। প্রতিটি সদস্য কে প্রতি মাসে ২০০ টাকা করে সঞ্চয় জমা দিতে হবে। প্রতি মাসে ৬০ জন ব্যক্তির মোট সঞ্চয় জমা যদি হয় ১২০০০ হাজার টাকা এক বছরে জমা হবে মোট ১৪৪০০০ হাজার টাকা আর সাথে সাথে বাংলাদেশ সরকার এই সমিতির সদস্যদের জমাকৃত সঞ্চয়ের সাথে বোনাস দিবে জমাকৃত সঞ্চয় টাকার সমপরিমান অর্থ্যাৎ ১৪৪০০০ হাজার টাকা। এই ভাবে তিন বছর যাবত সমিতি চলতে থাকবে আর জমাকৃত টাকা সমিতির সদস্য নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী একে অপর কে লোন দিবে ১০০০০ হাজার টাকায় বছরে ৮০০ শত টাকা লভ্যাংশে এবং লাভের এই টাকা কিন্তু জমা হবে ঐ সমিতির মূল টাকায় অর্থ্যাৎ ৬০ জন ব্যক্তিই এই টাকার মালিক। তবে এ টাকা যৌথ একাউন্টের মাধ্যমে সরকারী ব্যাংকে জমা থাকবে। যে কেউ ইচ্ছা করলে উত্তোলন করতে পারবে না। একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা প্রকল্প সমন্বয়কারীর অনুমোদন এবং উপজেলা নির্বাহী অফিসারে অনুমোদনের পর টাকা উত্তলোন হবে। অর্থ্যাৎ টাকা জমা রাখা ও উত্তোলন প্রক্রিয়া ১০০% স্বচ্ছ ।বর্তমান ধর্মপুর ইউনিয়নে ৯নং ওয়ার্ড ধর্মপুর , ৮নং ওয়ার্ড ধর্মপুর. ৫নং ওয়ার্ড মজলিশপুরে এর কমিটি গঠন এবং সমিতির সদস্য বাছাই কাজ শুরু হয়েছে এবং বাকী ওয়ার্ড গুলোতে এর কাজ অব্যহত আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস