শিরোনাম
ধর্মপুর বায়তুল জেনান জামে মসজিদ
ঠিকানা
ফেনী সদর ট্রাংক রোড় থেকে সিএনজি যোগ, অথবা ফেনী রেলগেইট থেকে রিকসা, অটো রিকসার মাধ্যমে সরাসরি আমিন বাজার হয়ে বায়তুল জেনান জামে মসজিদে আসা যায়।
ইতিহাস
<p>ধর্মপুর বায়তুল জেনান জামে মজসিদ টি সৌদি অর্থায়নে তৈরী করা হয়েছে। এটি নুতন দ্বিতলা বিশিষ্টি একটি জামে মজসিদ। এটি ২০০৯ সালে মাওলানা আহম্মদ উল্যাহ সাহেবের প্রচেষ্টায় সৌদি অর্থায়নে সম্পন্ন হয়।</p>